বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। অসংখ্য প্রাকৃতিক আশীর্বাদে পরিপূর্ন আমাদের এই সোনার বাংলাদেশ। আমাদের দেশ যেমন একটি নদীমাতৃক দেশ তেমনি বাংলাদেশের রয়েছে একটি গৌরবময় ইতিহাস। আমরা কমবেশি সবাই বাংলাদেশের পর্যটন স্থানগুলো সম্পর্কে জানি। তারপরেও আমি আপনাদের সাথে বাংলাদেশের বেশ কিছু পর্যটন স্থান সম্পর্কে ধারাবাহিক ভাবে আলোচনা করবো। আমি ধারাবাহিক ভাবে চেষ্টা করবো জানা অজানা বিভিন্ন পর্যটন স্থান সমূহ আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
আজকে আপনাদের মাঝে আমি তিনটি পর্যটন স্থান নিয়ে আলোচনা করবো সেগুলো হলো লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল এবং আর্মেনীয় চার্চ ইত্যাদি।
লালবাগ কেল্লা
লালবাগ কেল্লা 17 শতকের মুঘল সম্রাজ্যের স্থাপনা। তৎকালীন সময়ে দেশ শাসন করার জন্য লালবাগ কেল্লা তৈরী করা হয়। লালবাগ কেল্লার নির্মাণ কাজ ১৬৭৮ সালে শুরু হয়েছিল। তৎকালীন মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক দুর্গটি নির্মাণ কাজ শুরু হয়। পরিবর্তিতে বেশ কয়েকটি দফায় এর কাজ সম্পন্ন হলেও সম্পূর্ণ রূপে শেষ হয় নি। তবে এখন কাঠামোটি মুঘল স্থাপত্যের প্রতীক এবং এটি প্রাচীন কালের কয়েকটি ধ্বংসাবশেষ এর নিদর্শন।
বর্তমানে লালবাগ কেল্লা একটি সুপরিচিত এবং জনপ্রিয় পর্যটন স্থান। চাইলে আপনিও সেখানে গিয়ে এর মনোমুগ্ধকর সৌন্দর্য্য উপভোগ করতে পারেন এবং মুঘল সম্রাজ্যের বেশ কিছু নিদর্শন এবং ইতিহাসের সাক্ষী হতে পারেন।
খোলার সময়:
রবিবার: সাপ্তাহিক বন্ধ
সোমবার: 2-6 pm
মঙ্গলবার: 10 am - 1 pm এবং 1: 30–6 pm
বুধবার: 10 am - 1 pm এবং 1: 30–6 pm
বৃহস্পতিবার: 10 am - 1 pm এবং 1: 30–6 pm
শুক্রবার: 10 am - 12: 30 am এবং 3–6 pm
শনিবার: 10 am - 1 pm এবং 1: 30–6 pm
অবস্থান:
লালবাগ সড়ক, ঢাকা 1211
আহসান মঞ্জিল
আহসান মঞ্জিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারীর সদর কাচারি হিসেবে ব্যবহারের লক্ষে নির্মাণ করা হয়। এটি 19 শতকে নির্মিত হয়েছিল। ১৮৫৯ খ্রিষ্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে ১৮৭২ খ্রিষ্টাব্দে সমাপ্ত হয়। প্রাসাদটি গোলাপী বর্ণের জন্য গোলাপী প্রাসাদ হিসাবেও পরিচিত। বর্তমানে আহসান মঞ্জিল বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর।আপনি আহসান মঞ্জিলে তৎকালীন নবাবদের ব্যবহৃত প্রচুর উপাদান খুঁজে পাবেন। বুড়িগঙ্গা নদীর পাশে গোলাপী প্রাসাদে, কিছু মুহুর্ত অতিবাহিত করার জন্য দুর্দান্ত জায়গা এটি।
খোলার সময়:
রবিবার: 10:30 AM-5:30PMসোমবার: 10:30 AM-5:30 PM
মঙ্গলবার: 10:30 AM-5:30PM
বুধবার: 10:30 AM-5:30PM
বৃহস্পতিবার: সাপ্তাহিক বন্ধ
শুক্রবার: 3-8PM
শনিবার: 10:30 AM-5:30PM
অবস্থান:
Latif Complex, ইসলামপুর রোড, ঢাকাআর্মেনীয় গির্জা
আর্মেনীয় গির্জা একটি প্রাচীন খ্রিস্টধর্মীয় উপাসনালয়। এটি রাজধানীর পুরানো ঢাকা অবস্থিত। এটি 18 শতকে নির্মিত হয়েছিল। আর্মেনীয়রা এটি ধর্মীয় উদ্দেশ্যে তৈরি করেছিল। এখন, এটি রাজধানীতে বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের প্রার্থনার একটি নিবিড় স্থাপনা। গির্জার কাঠামোটি দুর্দান্ত এবং যে কেউ এখানে এসে উপভোগ করবে।খোলার সময়
রবিবার: 8 am-5 pmসোমবার: 8 am-5 pm
মঙ্গলবার: 8 am-5 pm
বুধবার: 8 am-5 pm
বৃহস্পতিবার: 8 am-5 pm
শুক্রবার: 8 am-5 pm
শনিবার: 8 am-5 pm
অবস্থান
এটি পুরানো ঢাকার আর্মানিটোলায় অবস্থিত।আশা করবো সময় করে অবশ্যই সবাই জায়গা গুলোতে ঘুরে আসবেন। আর যারা ইতিমধ্যেই গেছেন আপনারা চাইলে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন। আপনাদের মূল্যবান মতামত এবং অভিজ্ঞতা অন্যদের অনুপ্রাণিত করতে পারে। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী আর্টিকেলে আরো জানা অজানা পর্যটন স্থান তুলে ধরবো। জানতে হলে আমাদের সাথেই থাকুন। আবারো ধন্যবাদ সবাইকে।
# Discover Bangladesh
# Places to Visit in Bangladesh



No comments:
Post a Comment